ভোগাভুগি
আহাদ আলী মোল্লা
চাল কিনে কেউ হয় না ফতুর
সাহেবরা কয় হাসিয়া,
কিন্তু গরিব নাকাল কাহিল
অশ্রুতে যায় ভাসিয়া।
দাম বাড়ে কি চালের শুধু
আলু পটোল ঝালের শুধু
দুইশো টাকার ঠাট্টা দেখায়
পঁচিশ টাকার পেঁয়াজও,
যে কোনো দিন খায় না কিনে
পাচ্ছে না টের সে আজও।
অথচ সব শ্রমিক লেবার
কান্না করে বসে এবার
বাঁচবে যে কী করিয়া;
সরকার কয় সবুর করো
দেবো ঝোলা ভরিয়া।
সবুর করে কাটলো যুগই
আর দিয়ো না ভোগাভুগি।
সূত্র (চালের দাম বৃদ্ধির ফলে গরিব হয়েছে ৫ লাখ মানুষ)