চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় পরিষদ চত্বরে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বাবু বনওয়ারী লাল বাগলা। চিরায়ত সাহিত্য থেকে তসলিমা নাসরিনের কবিতা আবৃত্তি করে শোনান অ্যাড. বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন শওকত আলী, অমিতাভ মীর, আহাদ আলী মোল্লা, চিত্তরঞ্জন সাহা চিতু, ইদ্রিস ম-ল, সিরাজ উদ্দিন, ফারুক হোসেন, কাজল মল্লিক, আব্দুল হামিদ, মেহের নিগার, অশোক দত্ত, ডা. কামরুজ্জামান, নিগার সুলতানা, সুমন চৌধুরী, আশিকুজ্জামান আসাদ, সুমন রশীদ ও মুস্তাফিজুর রহমান টুটুল। পঠিত লেখার ওপর আলোচনা করেন বাবু বনওয়ারী লাল বাগলা, আবুল কাশেম, আহাদ আলী মোল্লা, অমিতাভ মীর ও জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক ইদ্রিস ম-লের উপস্থাপনায় অনুষ্ঠানে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।
এছাড়া, আরও পড়ুনঃ