চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ সাপ্তাহিক সাহিত্য আসর এক হাজার ৫৬৪তম ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। কাজল মাহমুদের সঞ্চালনায় উপস্থিত লেখক-কবিদের মধ্যে স্বরচিত লেখা পাঠ ও নির্ধারিত কবিতা আবৃত্তি করেন গুরু কাজল মল্লিক, আব্বাস উদ্দিন, লতিফা রহমান বনলতা, সুমন মালিক, মিম্মা সুলতানা মিতা, খন্দকার জান্নাতুল মাওয়া, পূর্ণতা সাহা, সুমন মালিক, চিত্তরঞ্জন সাহা চিতু, খন্দকার রাহনুমা হাসনাত, খালেকুজ্জামান রঞ্জু, আব্দুল কুদ্দুস, রাত্রি খন্দকার, পূর্ণিমা রাণী সাহা, হেলাল হোসেন জোয়ার্দ্দার, খন্দকার রাবিয়া খাতুন রাবু, জাহাঙ্গীর এ. মল্লিক, জি. এম. জোয়ার্দ্দার, আশিকুজ্জামান আসাদ, জাকিয়া সুলতানা ঝুমুর, অ্যাড. বজলুর রহমান ডাবলু, আবুল কালাম আজাদ প্রমুখ। দিবসটিকে কেন্দ্র করে আলোচনা করেন হাবিবি জহির রায়হান, শেখ সেলিম, নজির আহমেদ, শাহজাহান আলী বিশ^াস, হুমায়ুন কবীর,হামিদুল হক মুন্সী, সরদার আলী হোসেন, মুন্সি আবু সাইফ, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও ইকবাল আতাহার তাজ। অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত শাহজাহান আলী বিশ^াস রচিত ‘চুয়াডাঙ্গা জেলায় প্রচলিত আঞ্চলিক শব্দ’ এবং কবি রিগ্যান এসকান্দারের কাব্যগ্রন্থ ‘কবি উঠে চলে গেলে প্রেম চলে যায়’ গ্রন্থদুটির মোড়ক উন্মোচন করেন যথাক্রমে অধ্যাপক সিদ্দিকুর রহমান ও ড. মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম. এ. মামুন, সুমন ইকবাল, অ্যাড. বজলুর রহমান, গোলাম কবীর মুকুল, হোসেন মোহাম্মাদ ফারুক, শেখ পিন্টু, সার্থক আলীম, সাইফুল ইসলাম, টিটন প্রমুখ। এর আগে সকাল ৮টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More