চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাহিত্যসভা পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সাহিত্য পরিষদে পদধ্বনির ১১৭৫তম আসর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আব্বাস উদ্দীন। স্বরচিত লেখা পাঠ করেন কবি অমিতাভ মীর, ছড়াকার ইদ্রিস আলী মণ্ডল, এমএ হামিদ, সাহাদৎ হোসেন, সুমন চৌধুরী, মাহির তাজওয়ার প্রমুখ। পাঠিত লেখার ওপর আলোচনা করেন রিচার্ড রহমান, কবি অমিতাভ মীর, কবি গোলাম কবির মুকুল ও জাহিদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছড়াকার ইদ্রিস আলী মণ্ডল। প্রেসবিজ্ঞপ্তি।
পূর্ববর্তী পোস্ট
অপসংস্কৃতির বিরুদ্ধে মেহেরপুরে ৫ রাত ব্যাপি যাত্রা উৎসবের উদ্বোধন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ