চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের ব্যবস্থাপনায় কবি রেজাউদ্দিনের স্টালিনকে সংবর্ধনা আজ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সার্বিক ব্যবস্থাপনায় জেলার ৮টি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নজরুল ইন্সটিটিউট, ঢাকার উপপরিচালক সময়ের অন্যতম অগ্রসর আধুনিক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা দেয়া হবে। ডা. শাহীনূর হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু এবং বিশেষ আলোচক থাকবেন বিশিষ্ট নজরুল গবেষক ও অগ্নিবীণা ঢাকার সভাপতি এইচএম সিরাজ। আরো উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোর্তুজা ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বেতারের গীতিকার, সুরকার ও শিল্পী আহাম্মদ আলী।