স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের ষষ্ঠ জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাবিবি জহির রায়হানকে সভাপতি ও আদিল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় সম্মেলন উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়। এরপর শোভাযাত্রা, আলোচনা ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইমাম হাসান। চুয়াডাঙ্গা জেলা সংসদের কার্যকরী সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর সরদার, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল আহসান রিফাত, চুয়াডাঙ্গা জেলা সিপিবির সভাপতি সৈয়দ মজনুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক ও অধ্যাপক আব্দুল মুহিত।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের আব্দুল মান্নান, উদীচীর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি কেএম শরিফুল, মেহেরপুর জেলা সংসদের আহবায়ক সুশীল চক্রবর্তী, চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, উদীচী সরোঞ্জগঞ্জ শাখার সভাপতি শামীমা নাসরিন সূবর্ণা। এ সময় বক্তারা বলেন, উদীচীর কাজ মূলত সুস্থ সাংস্কৃতিক চর্চা করা। দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপশি সাংস্কৃতিক আন্দোলন বেগবান করা। উদীচীর কেন্দ্রীয় নেতা প্রবীর সরদার বলেন, ‘আমরা দেশের সকল অনিয়ম বৈষম্য অসামঞ্জস্য এগুলোর প্রতিবাদ করতে চায় শিল্পের মধ্যদিয়ে। যেখানে সরকারের ভাল কাজ আছে সেখানে প্রশংসা করি; আবার যেখানে খারাপ কাজ আছে সেখানে প্রতিবাদ করতে কুণ্ঠিত হয় না। তিনি আরও বলেন, ‘আগামী জুন মাসের ২, ৩ ও ৪ তারিখ উদীচীর কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগেই জেলা সম্মেলন সম্পন্ন করা হবে।’
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ