এখন নাকি
আহাদ আলী মোল্লা
পরের পাছে কাছে কাছে
যুবক তুমি ঘোরো,
তোমার ভয়ে পালায় ডাকাত
পালায় খুনি চোরও।
পালায়া গাঁয়ের যতো মেয়ে
তোমার পায়ের আওয়াজ পেয়ে
সবাই থাকে ডরে,
তোমার ভয়ে আতঙ্কিত
কেউ থাকে না ঘরে।
কিন্তু সেদিন উল্টো ঘটে
আটকা পড়ে এসে
ঘা প্যাদানি খেয়ে ব্যাটা
দিব্যি গেল ফেঁসে।
পুলিশ তাকে ধরে নিয়ে
গারদ খানায় পাঠায়
এখন নাকি লাল দালাল
শান্তিতে দিন কাটায়।
সূত্র: (যষ্ঠ শ্রেণির ছাত্রীর বাসায় গিয়ে উত্ত্যক্ত, শালিকার ডালিমকে পিটিয়ে পুলিশে সোপর্দ