মাথাভাঙ্গা মনিটর: টানা চারদিন ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এহেন পরিস্থিতির মধ্যে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। সেই লুটপাট ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে একটি এলাকায়। গতকাল শুক্রবার রাতে রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয় গত ৭ জানুয়ারি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত পাঁচটি স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা ও মালিবু এলাকার মাঝে এবং পূর্ব দিকে পাসাডেনা এলাকার কাছের দাবানল দুটি সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.