স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অ্যাড সোহরব হোসেন ও সেক্রেটারি শহীদুল ইসলাম শাহান নির্বাচিত হয়েছেন। দুজনই দুটি প্যানেল ভুক্ত ছিলেন। দুটি প্যানেলর ৫ সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একটি প্যানেলের ২ জন অপর প্যানেলের ৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
সর্বাধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম। এছাড়াও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন অ্যাড. শফিকুল ইসলাম শফি, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি ও আসাদুজ্জামান কবির। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. বেলাল হোসেন পিপি। মোট ১ হাজার ৪ শ ৬৯ জন ভোটারের ১ হাজার ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।