স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর থানা পুলিশ হেরোইনসহ চঞ্চল নামের এক যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এ অভিযান চালানো হয়। চঞ্চল মেহেরপুর শহরের মল্লিকপাড়ার শাহাদাত হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন স‚ত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানের নেতৃত্বে এসআই শুভ কুমার, এএসআই মো. শাহজামাল ও সঙ্গীয় ফোর্স মেহেরপুর মল্লিকপাড়ার রমেশ ক্লিনিক এলাকায় অভিযান চালান। এ সময় চঞ্চলকে গ্রেফতার করার পর তার নিকট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।