মেহেরপুরে একদিনে ৩৪ জন করোনা আক্রান্ত
পুলিশ প্রশাসনের গণসচেতনতা ও প্রচারণা অব্যাহত
মেহেরপুর অফিস ঃ মেহেরপুরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে সচেতন মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা। কিন্তু অনেকের মাঝে নেই কোন দুঃচিন্তা। গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। একদিনে মেহেরপুর জেলা ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৭ জন, গাংনী উপজেলার ৫ জন ও মুজিবনগর উপজেলা ২ জন রয়েছেন ।এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ২৯১ জন। গতকাল রোববার রাতে সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, ল্যাব থেকে ৮৯ টি নমুনা পরীক্ষা শেষে সবগুলি রিপোর্ট মেহেরপুরে এসে পৌঁছে। এর মধ্যে ৩৪ জন করোনা রোগি চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ২৯১ জন করোনা রোগির মধ্যে সদর উপজেলায় ৯৯ জন, গাংনী উপজেলায় ১১৪ জন ও মুজিবনগর উপজেলায় ৭৮ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ১০১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬১ জন, গাংনী উপজেলার ১৬ জন ও মুজিবনগর উপজেলার ২৪ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৯৮৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫৫১ জন, গাংনী উপজেলায ৩১৯ জন ও মুজিবনগর উপজেলায় ১১৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। যার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার ৭ জন রয়েছেন। এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় উদ্বেগজনক হারে সংক্রমণের পরিপ্রেক্ষিতে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গণসচেতনতা ও প্রচারণা অব্যাহত ছিল। “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।