মেহেরপুর অফিস: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে তিনজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২০ জন। নতুন আক্রান্ত একজন হলেন মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৫ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৩৩৮ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৩৯ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৫১ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৯০ জন, গাংনী উপজেলায় ২০৪ জন এবং মুজিবনগর উপজেলায় ৫৭ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২০ জনের মধ্যে সদরে পাঁচজন, গাংনীতে তিনজন এবং মুজিবনগরে ১২ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৫১ জন। যার মধ্যে সদর উপজেলার ৩৭ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।