আসমানখালী/হাটবোয়ালীয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাহাবুল ইসলাম (৪১) আর নেই (ইন্নালিল্লাহি…….রাজেউন)। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হক পরামানিকের ছেলে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সাহাবুল ইসলাম গতপরশু শনিবার রাত ২টার দিকে নিজবাড়িতে স্ট্রোক করে, পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রোববার বেলা সাড়ে ৯টার দিকে জানাজা নামাজ শেষে গ্রাম্যকবর স্থানে দাফন কার্যসম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে পিতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।