দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা এম জেনারেল ইসলাম দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে দর্শনা রেলবাজারের বটতলায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দর্শনা পৌর বিএনপি নেতা নাহারুল ইসলামসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বিএনপি নেতা এম জেনারেল ইসলাম। অপরদিকে, এ ঘটনায় বিএনপির অরেকটি পক্ষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা পৌর বিএনপির সমš^য় কমিটির প্রধান সমš^য়ক হিসেবে দলীয়ভাবে দায়িত্ব পান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম। গতকাল শনিবার সকালে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের মোটরবাইকে চড়ে নাস্তা করতে দর্শনা রেলবাজারের বটতলার একটি হোটেলে যান তিনি। হোটেলের সামনে দাঁড়ানোর সাথে সাথেই দর্শনা পৌর বিএনপি নেতা নাহারুল ইসলামের নেতৃত্বে আব্দুল মমিন, মেজর শেখ, শিপন, বাবলু, রশিদসহ ৮-১০ জন গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন এম জেনারেল ইসলাম। লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে মোবাইল ফোনে জানিয়েছেন বিএনপির এ নেতা। অপরদিকে, দর্শনা পৌর বিএনপির সমš^য় কমিটির সদস্য হাজি খন্দকার শওকত আলী, এনামুল হক শাহ মুকুল, ইকবাল হোসেন, মালেক মণ্ডল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।