কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ২ সন্তানের জননী ফুলমালা খাতুন (৩৬) ছাতিয়াতলা স্কুলপাড়ার মোঃ আশুববারির স্ত্রী। স্থানীয়সুত্রে জানাগেছে, সোমবার সকাল ৭ টার দিকে আশুবারির স্ত্রী নিজেদের ইজিবাইকের ব্যাটারির চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে চিকিধসার জন্য হাসপাতলে নিয়ে যাওয়ার জন্য রওনা হলে পথেমধ্যে ফুলমালা খাতুনের মৃত্যু হয়। ফুলমালার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।