কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬২) নামে একজন মারা গেছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। এনিয়ে কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
সুশান্ত একই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে। গত শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে শাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়। তিনি আল্লারদর্গা বাজারে মোটরসাইকেল মেকানিক ছিলেন।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসগার আলি করোনায় আক্রান্ত হয়ে সুশান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে ভেড়ামারা শ্মশান ঘাটে করোনা স্বাস্থ্য বিধি মেনে মৃত সুশান্ত কুমার সরকারের সৎকার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ