বিশ্বজুড়ে মহামারি লেগেই আছে। দেশেও মরছে কম নয়।
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট ৩২ হাজার ৭৮ জন করোনা ভা্ইরাস ক্রমিত রোগী শনাক্ত হলেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৬৯৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২৪ জন। এরপর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী। মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ২ জন, রংপুর বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন ও সিলেট বিভাগে ১ জন রয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, চারজন মারা গেছেন বাড়িতে। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে মোট ৬ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ হাজার ৮৩৪ জনের করোনা পরীক্ষা করা হয়।
প্রসঙ্গত গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হওয়ার ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।