দামুড়হুদা অফিস: দামুড়হুদার অতি পরিচিত মুখ মালয়েশিয়া প্রবাসী আ:কাদের (৩৬) এর স্ট্রোক জনিত করনে অকাল মৃত্যু হয়েছে। আ: কাদের দামুড়হুদা উপজেলা সদরের রাইস মিল মালিক আলম হোসেন ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে প্রবাস মালয়েশিয়ার বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবারিক সূত্রে জানা যায়,গতকাল রোববার দুপুর ২টার দিকে মালয়েশিয়া থেকে আ:কাদেরের বাড়িতে মোবাইল ফোনে সংবাদ আসে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সংবাদে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে আ:কাদের বাবা,মা,ভাই,বোন,স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবাস থেকে মৃত আ:কাদেরর মরদেহ দেশে আনার জন্যও ইতিমধ্যে পরিবারের লোকজন যোগাযোগ শুরু করেছে। আ:কাদের তিন বছর আগে দেশ ত্যাগ করে কাজের উদ্দ্যেশে মালয়েশিয়া পাড়ি জমাই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মাহাবুবুর রহমান বাচ্চু।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ