মাথাভাঙ্গা মনিটর: অবশেষে তুরস্কের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা করেছে নিষিদ্ধ কুর্দি গোষ্ঠী কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। তাদের কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের আহ্বানের পর এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। সম্প্রতি তিনি অস্ত্র ছেড়ে দিয়ে এবং সংগঠনটিকে বিলুপ্ত করার কথা বলেছিলেন। শনিবার এক বিবৃতিতে পিকেকে জানায়, তারা আশা করছে তুরস্ক ওকালানকে মুক্তি দেবে, যিনি ১৯৯৯ সাল থেকে কারাবন্দি রয়েছেন। তারা মনে করে, ওকালান যদি মুক্তি পান, তবে তিনি শান্তিপূর্ণভাবে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারবেন। তুরস্কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পিকেকের চার দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে দেশতির দক্ষিণ-পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ওকালানের এই আহ্বান আসে তুরস্কের উগ্র-জাতীয়তাবাদী দল এমএইচপি-এর নেতা এবং তুর্কি সরকারের ঘনিষ্ঠ মিত্র দেভলেত বাহচেলির উদ্যোগের কয়েক মাস পর।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.