মাথাভাঙ্গা অনলাইন: ঝিনাইদহে প্রথম দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম খবরটি নিশ্চিন্ত করে বলেন, আক্রান্তদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলাতে একজন নারী এবং কালীগঞ্জ উপজেলাতে একজন পুরুষ রয়েছে। করোনা আক্রান্ত রোগীরা কি অবস্থায় আছে তা দ্রুততার সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।