ঝিনাইদহের শৈলকূপায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও বিদ্রোহীর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার সারটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষ এবং নিহতের বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ