ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে সৌখিন মণ্ডল (৩২) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চিত্রা নদীতে ডুবে তার মৃত্যু হয়। নিহত সৌখিন কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আবজাল মণ্ডলের ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের অফিসার মামুনুর রশিদ মাথাভাঙ্গাকে জানান, সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে নেমে ডুবে যায় সৌখিন। খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্য দেড় ঘণ্টা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করে।