জীবননগর ব্যুরোঃ
জীবননগর উপজেলার শিয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ফরিদা থাকুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮ টার সময় গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।
গ্রামবাসী জানায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের মাঝের পাড়ার আসাদুল হকের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) নিজের অসুস্থ মেয়েকে দেখতে বাড়ির পার্শ্ববর্তী লাল্টুর সাথে মোটরসাইকেলযোগে জীবননগরে যাচ্ছিলেন। তাঁরা শিয়ালমারী পশু হাটের নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরিদা খাতুন মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে রাস্তার উপর পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে ফরিদা খাতুনের মৃত্যু হয়।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।