মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার টোকন ও সাগরকে দুই লিটার চোলাই মদসহ আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেহালা পানহাট থেকে তাদেরকে আটক করে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের টুআইসি এএসআই ইলিয়াস হোসেন, এএসআই রমেন সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে জেহালা পানহাট থেকে সোনাতনপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে গিয়াস উদ্দিন টোকন (৫৭) ও কৃষ্ণপুর গ্রামের জাকির আলীর ছেলে সাগর হোসেনকে (১৯) দুই লিটার চোলাই মদসহ আটক করে। গতকালই তাদের বিরুদ্ধে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশসূত্রে জানায়। এলাকাবাসী জানায়, মুন্সিগঞ্জ পশুহাট ও জেহালা পানহাট-বাজারে দুটি সুইপার পরিবার মাদক সেবনের লাইসেন্স দেখিয়ে অবাধে চোলাই মদ বিক্রি করে আসছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ