স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বাস টার্মিনালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মাহফজুর রহমান সবুজ নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান সবুজ ঝিনাইদহের কোটচাঁদপুরের তালশারি গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের কুষ্টিয়া মিরপুরের আমলা শাখার একজন কর্মকর্তা ছিলেন। কাজ শেষে চুয়াডাঙ্গা হয়ে বাড়ি ফেরার পথে ্দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি। তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর খানা পুলিশ হাসপাতাল মর্গে নেন। নিহত মাহফুজুর রহমান সবুজের দেগ বছর বয়ষী এক মেয়ে রয়েছে। স্ত্রী অন্তঃস্বত্ত্বা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ