চুয়াডাঙ্গায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক আনসার সদস্যসহ তিন জন। আক্রান্ত তিন জন পুরুষ। এরা সকলেই সদর উপজেলার। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্য্যলয়ে আসে। পূর্বে শনাক্তদের মধ্যে একজন সুস্থতা পেয়ে বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার সন্ধায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১৫ টি নতুন রিপোর্ট আসে। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটেলিয়ান ক্যাম্পের ১ জন, আলোকদিয়া গ্রামের ও দৌলতদিয়াড়েএকজন করে। তিন জন বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। চারটি উপজেলা থেকে নতুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৮৬টি।
চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামুড়হুদা আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় শিশু, নারী-পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৮৫ জন। হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৫২ জন রোগি।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ