খাইরুজ্জামন সেতু : চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামের জাহিদ নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ বাড়িতেই মারা যান। এই ঘটনায় তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
জানাগেছে চুয়াডাঙ্গা জেলা সদরের বড়শলুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম। তিনি গত তিনদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি কাশিতে ভুগছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান,শ্বাস কষ্ট ও সর্দি কাশি নিয়ে বৃহস্পতিবার সদর হাসপাতালে ভর্তি হয়। তার শারিরীক অবস্থা অবনতি হওয়ায়া তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। একই সাথে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায়, তার শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য উদ্দেগ নেয়া হয়। এরই মাঝে তিনি আমাদের না বলেই বাড়ি চলে যায়। পরে জানতে পারি আজ দুপুরে মারা গিয়েছে।
ইতিমধ্যেই তার বাড়ি লকডাউন ঘোষাণা করেছে প্রশাসন। একই সাথে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় জন্য পাঠানো হয়েছে।