মাথাভাঙ্গা অনলাইন : রোজার প্রথমদিনে চুয়াডাঙ্গার বাজার মনিটরিঙে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । আজ শনিবার চুয়াডাঙ্গা বড় বাজার, কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার । মূল্য তালিকা না থাকা, নির্ধারিত দামের চেয়ে বেশি দরে পণ্য বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ ।
সজল আহমেদ জানান , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশনায় রমজানে চুয়াডাঙ্গার বাজার ক্রেতাদের কাছে সহনশীল রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে । এনএসআই (চুয়াডাঙ্গা) এর সহকারী পরিচালক জনাব লুতফুল কবির কনক এ সময় সাথে ছিলেন। সহায়তা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম ।