গাংনী অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গাংনীর মহাম্মদপুর গ্রামের মাসুদ পারভেজ হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে……………রাজেউন)। আজ বুধবার সকাল ১০টায় দাফনকার্য অনুষ্ঠিত হবে। মাসুদ পারভেজ গাংনী উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সাবেক ছাত্র নেতার মৃত্যুতে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর মেয়র আশরাফুল ইসলাম ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ