দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়ার বহুল পরিচিত মুখ হাফেজ আ: কাবির ওরফে (কাবিল হুজুর) (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নাইল্লাহি……রাজেউন)। সোমবার ভোর রাত ৪টার দিকে ঢাকাস্থ শেওড়াপাড়ায় বড় মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মৃত কারি আ: করিমের ছেলে হাফেজ আ:কাবির দামুড়হুদার গুলশান পাড়ায় নিজ বাড়িতে বসবাস করাকালিন তিনি বিভিন্ন ব্যবসাও করতেন। রোববার বরিশালের চরমোনার পীর সাহেবের ওরশ মেবারক শেষে তিনি ঢাকায় বড় মেয়ের বাড়িতে যান। সেখানে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর সময় শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে সহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর দামুড়হুদা শেখ রাসেল মিনি স্ট্রেডিয়াম মাঠে জানাজা নামাজ শেষে দামুড়হুদা ব্রাকমোড় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়। তার জানাজা নামাজে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি অ্যাড. রুহুল আমিন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, দামুড়হুদা উপজেলা যুবলীগনেতা সেলিম উদ্দিন বগা, দেশ ইট ব্রিক্সের পরিচালক হাজি আ:কাদির, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আ:সবুর, মাও.আ:ছাত্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।