আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা মসজিদের প্রথম ও প্রধান উদ্যোক্তা আলমডাঙ্গা থানার প্রাক্তন ওসি এবং এলাকার জামাই ইলিয়াস ফকির আর নেই (ইন্না ……….. রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে তিনি নড়াইলস্থ নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, ইলিয়াস ফকির ১৯৯৫ সালে একবার ও ২০০৯ সালে আরেকবার মোট ২ বার আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি আলমডাঙ্গা থানা মসজিদ তৈরির উদ্যোগ নেন ও নির্মাণ কাজ শুরু করেন। আলমডাঙ্গা থানায় দায়িত্বপালনকালে তিনি সাহসী কর্মকান্ডের জন্য আলোচিত ছিলেন। আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে তার শ্বশুরবাড়ি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন আলমডাঙ্গা থানার বর্তমান অফিসার ইনচার্জ আলমগীর কবীরসহ শুভাকাক্সক্ষীরা।
পূর্ববর্তী পোস্ট
করোনায় মৃত্যু হলো সৌদি প্রবাসী কুমারী গ্রামের সন্তান বাবু চৌধুরীর
এছাড়া, আরও পড়ুনঃ