জামজামি প্রতিনিধি: বিদ্যুতস্পৃষ্ট হয়ে আলমডাঙ্গার মানিকনগর পাঁচলিয়ার শহিদুল ইসলাম ভোলা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মাঠ থেকে ঘাস কেটে বাড়িতে ঢোকার সময় হাতের হেঁসোতে বাড়ির বিদ্যুতলাইনের তার কেটে এ প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার মানিকনগর পাঁচলিয়ার মৃত আব্দুল ম-লের ছেলে শহিদুল ইসলাম ভোলা (৫০) সকালে মাঠে যায় ঘাস কাটতে। সকাল সাড়ে ৯টার দিকে ঘাসের বোঝা মাথায় নিয়ে বাড়িতে ঢুকছিলো। যে হাত দিয়ে মাথার ঘাসের বোঝা ধরে রেখেছিলেন, সেই হাতে ঘাস কাটার হেঁসো ছিলো। বাড়ির বিদ্যুতের লাইনের তার অসাবধানতাবসত হেঁসোতে বেঁধে কেটে যায়। ওই সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। শহিদুল ইসলাম ভোলা ২ কন্যা সন্তানের জনক। জানাজা শেষে বাদ আছর গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।