ভোট দিতে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ছুরিকাঘাত, একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
চুয়াডাঙ্গায় ভোট কারচুপির অভিযোগে আলুকদিয়া ও কুতুবপুর ইউনিয়নে ৪ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। আজ রোববার বিকেল ৩ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন তারা। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অপরদিকে আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রর সামনে ভোট দিতে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রার্থীর কর্মীরা।