জীবননগর ব্যুরোঃ চুয়াডাঙ্গার জীবননগরে জনবসতি এলাকায় ড্রেজারমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির জেল জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার খাসপাড়া গ্রামের গোলাম মোস্তফা (৪৫) সরকারি নির্দেশনা উপেক্ষা করে জনবসতি এলাকায় ড্রেজারমেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিলো। জনবসতি এলাকায় বালু উত্তোলন করার কারণে আশপাশের স্থাপনা হুমকির মধ্যে পড়েছে এবং পার্শ্ববর্তী জমিগুলো ভেঙ্গে পড়ছে। এ অবস্থায় গ্রামবাসী জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এসএম মুনিম লিংকন জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুকামারী গ্রামে অভিযান চালানো হয়। এসময় প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির দায়ে গোলাম মোস্তফাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আদালতের বিচারিক হাকিম আরো জানান, অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।