স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৫ বছর। বুধবার দুপুরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। রাতেই তার নিজ গ্রাম শঙ্করচন্দ্রে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করার প্রক্রিয়া করা হয়।
শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নূরু আলীর ছোট ভাই আব্দুর রাজ্জাক। নূর আলী আততায়ীর গুলিতে নিহত হলে তার সহোদর আব্দুর রাজ্জাক চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে ঢাকার এপোল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মৃত্যু বরণ করেন তিনি। তার মৃতদেহ রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে নেয়া হয়। এ সময় নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। আব্দুর রাজ্জাক স্ত্রী দু কন্যা এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বালি বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৩
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ