স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বুইচিতলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কেনা-বেচার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প।
আটকৃত দুজন চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়–লগাছির ফুলবাড়ি গ্রামের সদর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৭) ওআবদার আলীর ছেলে তরিকুল মন্ডল (৩৫)।
র্যাব জানিয়েছে, ঝিনাইদহ সিপিসি-২ জানতে পারে ভারত থেকে পাচার করে আনা একটি আগ্নেয়াস্ত্রসহ কয়েক রাউন্ডগুলি কেনা- বেচা চলচে। এ তথ্যের ভিত্তিতে র্যাব’র অভিযানিকদল ভোর পৌনে ৫টার দিকে বাইচিতলায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এদের নিকট থেকে উদ্ধার করা হয় ১ টি ভারতীয় তৈরি ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড। আটককৃতদের ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ