মেহেরপুর অফিস: করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেহেরপুর জেলায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন করে ৪ জন রোগী মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৪ জন। আক্রান্তের হার শতকরা প্রায় সাড়ে ৩১ ভাগ। বর্তমানে করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫৪৩ জন। প্রতিদিন মেহেরপুরে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। করোনা সংক্রমণে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দিনে দিনে করোনা রোগীর সংখ্যা কম হলেও মৃত্যুর হার না কমায় মেহেরপুরে সচেতন মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা। করোনা সংক্রমন কমাতে মেহেরপুরের লকডাউন কঠোরভাবে পালনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৪জন, গাংনী উপজেলায় ৫ জন ও মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ১৫৪ জন। গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া ল্যাব থেকে ১০৮টি (পিসিয়ার ল্যাবে-০, এন্টিজেন- ১০৮ ও জিন এক্সপার্ট-০) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৩৪ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মোট ৫৪৩ জন করোনা রোগির মধ্যে সদর উপজেলার বাসিন্দা ১৬৮ জন, গাংনী উপজেলার বাসিন্দা ২৭৬ জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা ৯৯ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার হয়েছেন ১২০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৭৭ জন, গাংনী উপজেলার ১৮ জন ও মুজিবনগর উপজেলার ২৫ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪০৮ জন। যার মধ্যে সদর উপজেলায় এক হাজার ৬৩৯ জন, গাংনী উপজেলায় এক হাজার ৩০১ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৪৬৮ জন রয়েছেন। মারা যাওয়া ১৫৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭০জন, গাংনী উপজেলায় ৫১ জন ও মুজিবনগর উপজেলায় ৩৩ জন রয়েছেন।
এদিকে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই সেøাগানকে সামনে রেখে মেহেরপুর পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মেহেরপুর পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালায়। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট
ঝিনাইদহের সেই ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার বিভাগের অভিনন্দন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ