মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে আলমগীর হােসেন (৩৮) নামের এক এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত আলমগীর জেলার গাংনী পৌর এলাকার (১ নং ওয়ার্ড) যুবদলের সভাপতি ও বাঁশবাড়ীয়া গ্রামের মঈনউদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ৯টার দিকে সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।
স্থানীয়রা জানান,সহড়াবাড়ীয়া গ্রামের ইচিখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির র*ক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে,পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ সনাক্ত করে। গাংনী পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক জানান,আলমগীরকে বুধবার সন্ধ্যায় অনেকেই গাংনী শহরে ঘােরাফেরা করতে দেখেছে। রাত ১ টার দিকে তার পরিবারের লােকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সকালে শুনছি তার রক্তাক্ত লা*শ সহড়াবাড়ীয়া গ্রামে মাঠে পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা।
এদিকে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বানী ইসরাইল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা সনাক্ত করার চেষ্টা চলছে। সেই সাথে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে। অপরদিকে,মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা-মেহেরপুরে কিছু শিক্ষার্থী মাঝে তুলে দেয়া হয়েছে নতুন বই
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.