দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের লাশ আনা হচ্ছে আজ
আগামীকাল শুক্রবার জানাজা ও দাফন : স্ত্রী-কন্যা ফিরেছেন বাড়ি
দর্শনা অফিস: দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের লাশ আইনি জটিলতা কাটিয়ে আনতে কিছুটা দেরি হচ্ছে। ইতঃমধ্যেই সকল প্রকার জটিলতা কাটিয়ে তোলা হয়েছে। আজ দিল্লী থেকে বিমানযোগে লাশ আনা হবে। আগামীকাল শুক্রবার জানা শেষে বাবা-মায়ের কবরের পাশে করা হবে দাফন। স্ত্রী রোজী রহমান ও ছোট মেয়ে মুন ফিরেছেন বাড়িতে। দর্শনায় আ.লীগ রাজনীতি অঙ্গনে উজ্জল নক্ষত্র, সন্ত্রাসমুক্ত দর্শনার রূপকার, প্রতিবাদি কন্ঠ, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান দীর্ঘদিন লিভারজনিত রোগে ভুগছিলেন। স্বামীকে বাঁচাতে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ নিজের লিভার দিতে ইচ্ছা পোষণ করেন স্ত্রী রোজী রহমান। যেমন কথা তেমন কাজ করেই দৃষ্টান্ত স্থাপন করেছেন মেয়রের সহধর্মিনী। গত ১০ নভেম্বর বিমানযোগে ভারতের দিল্লী যান মেয়র মতিয়ার রহমান ও স্ত্রী রোজিনা রহমান রোজীসহ পরিবারের কয়েকজন। ওই দিনই দিল্লীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় মেয়র দম্পতিকে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হাসপাতালের চিকিৎসক নীরব গোয়েলের তত্বাবধানে রোজী রহমানের সফল অস্ত্রপচারের মাধ্যমে লিভার নিয়ে সেই দিনই ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পৌর আ.লীগের সভাপতি, পৌর মেয়র মতিয়ার রহমানের দেহে প্রতিস্থাপন করেন। প্রায় ১৭ ঘন্টাব্যাপী সফল অস্ত্রপচার হলেও সুস্থ হননি মতিয়ার রহমান। সে থেকেই ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন মেয়র ও তার স্ত্রী। মতিয়ার রহমানকে রাখা হয়েছিলো নিবির পর্যবেক্ষণে। অস্ত্রপচারের দীর্ঘ ৩৩ দিনের মাথায় গত পরশু মঙ্গলবার ভোর রাতে ইন্তেকাল করেন মেয়র মতিয়ার রহমান (৫৮)। দর্শনার প্রাণ পুরুষ মতিয়ার রহমানের মৃত্যু সংবাদ দর্শনায় পৌঁছুলে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে মতিয়ার রহমানের মৃত্যু সংবাদ ভাইরালে পরিণত হয়। দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ জানান, ভারতীয় আইনি জটিলতা কাটিয়ে তুলতে খানেকটা সময় লেগেছে। ফলে আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে দিল্লী বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানযোগে মতিয়ার রহমানের লাশ আনা হবে ঢাকায়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে লাশ আনা হবে দর্শনা ইসলাম বাজারস্থ নিজ বাসভবনে। আগামীকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে প্রথম জানাজার নামাজ। বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ গ্রাম ঈশ্বরচন্দ্রপুর স্কুল মাঠে ২য় জানাজার নামাজ শেষে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হবে মতিয়ার রহমানের লাশ। এদিকে গতকাল বুধবার দিল্লী থেকে বিমানযোগে বাড়ি ফিরেছেন মতিয়ার রহমানের স্ত্রী রোজী রহমান ও ছোট মেয়ে মুন। মতিয়ার রহমানের মৃত্যুতে শোকপ্রস্তাব রয়েছে অব্যাহত। এরই মধ্যে গতকাল বুধবার দর্শনা রেল বাজারের ব্যবসায়ীরা দিনভর সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছে। শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, অ্যাড মুন্সি সিরাজুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এবং ভিপি আবু সাঈদ মো. হাসান।