স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন আরও ৫জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনাক্তের তুলনায় দিগুনেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গে ভোগা মানুষের সংখ্যা অনেকটা আগের মতোই রয়েছে। গতকাল সোমবার আরও ৩৪ জন পরীক্ষার জন্য তাদের নমুনা দিয়েছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, সোমবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ২৫ জনের নেগেটিভ। ৫ জনের কোভিড-১৯ পজিটিভ। এদের মধ্যে ৪ জন চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন জীবননগর উপজেলার। নতুন ৫জনের আক্রান্ত দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ। নতুন ১২ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২শ ১৮ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১২ জন। হোম আইসোলেশনে ছিলেন ১শ ২৭ জন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার যে ৪ জন নতুন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে বদরগঞ্জের ১জন, মাখালডাঙ্গার ১জন, সরদারপাড়ার ১জন, মাঝেরপাড়ার ১জন। জীবননগর উপজেলার পেয়ারাতলার ১জন। সূত্র বলেছে, এ পর্যন্ত চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ৫ হাজার ৫শ ৭৫ জনের নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট পাওয়া গেছে ৫ হাজার ৪শ ২৪ জনের। চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক হলেও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে পুনঃ পুনঃ তাগিদ দিয়ে বলা হচ্ছে, সংক্রমণের হার হ্রাস পেলেও ভয়ানক ছোঁয়াছে এই ভাইরাসের অস্তিত্ব স্পষ্ট। ফলে অসর্তকর্তার কারণে বড়ধরণের ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া আসন্ন শীতে করোনার রূপ কেমন হবে তা এখনও স্পষ্ট নয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ওলিউল্লাহ সিদ্দিক অসুস্থ : সদর হাসপাতালে ভর্তি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ