চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত : সক্রিয় রোগী ৬২
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৫ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। সোমবার ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এদিন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ২৮ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
নতুন ৫ জনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯শ ২ জন। সোমবার সুস্থ হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৭শ ৮১ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৬২ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন, দামুড়হুদা উপজেলার ১৪ জন, জীবননগর উপজেলার ১৬ জন। সোমবার নতুন যে ৫ জন শনাক্ত হয়েছেন এদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমী মোড় এলাকার ১ জন, পলাশপাড়ার ২ জন সরিষাডাঙ্গার ১ জন এবং দামুড়হুদার বাঘাডাঙ্গার ১ জন। সদর উপজেলার ২৬ জনের মধ্যে ২০ জন বাড়িতে, ৩ জন সদর হাসপাতালে ও ৩ জন রেফার রয়েছেন। আলমডাঙ্গা উপজেলার ৬ জনের মধ্যে ৩ জন বাড়িতে ৩ জন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। দামুড়হুদা উপজেলার ১৪ জনের মধ্যে দুজন হাসপাতালে ১২ জন বাড়িতে। জীবননগর উপজেলার ১৬ জনের সকলেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে গতরাতে স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে। অপদিকে দেশে গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৩শ ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৬শ ৯৮ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশে সরকারি হিসেবে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ১২ হাজার ১শ ৮১ জন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় সোমবার পর্যন্ত ৯ হাজার ৫শ ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ২শ ৬২ জনের। শনাক্ত হয়েছে ১ হাজার ৯শ ২ জন। মারা গেছেন মোট ৫৯ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭শ ৮১ জন। মৃত ৫৯ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৬ জন, আলমাঙ্গা উপজেলার ১৮ জন, দামড়হুদা উপজেলার ১১ জন, জীবননগর উপজেলার ৪ জন। অবশ্য বেসরকারি হিসেবে জেলায় মৃতের সংখ্যা আরও ৩ জন বেশি।