অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার প্রধান কাঁচা সবজির বাজার শহরের টাউন ফুটবল মাঠে স্থানন্তরিত করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় টাউন ফুটবল মাঠে বাজারের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদ হাসান ও জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। রোববার সকাল থেকে শহরের বড় বাজার নীচের বাজারের পরিবর্তে টাউন ফুটবল মাঠে এ বাজার ব্যবস্থা চালু করা হয়। তবে মাছ-মংশ ও পাইকারী কাঁচা বাজার আগের স্থানেই বহাল থাকবে।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, জনসমাগম নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফুটবল মাঠে অনেক জায়গা। সেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ কেনাকাটা করতে পারবে।