মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ের অদুরে নবনির্মিত ফাস্ট ক্যাপিটল ইউনিভার্সিটির মেইন গেটের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি বাজার করা ব্যাগ থেকে নগদ টাকা ও অনেকগুলো খুচরা পাঁচ টাকার কয়েন সহ একটি ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়। ভোটার আইডি কার্ড সূত্রে জানা যায় সে জীবন নগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুলের ছেলে ইসমাইল হোসেন (৬০)। তবে আইডি কার্ডের ছবির সঙ্গে নিহতের চেহারায় মিল না থাকায় পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। সরেজমিনে গেলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই নওশাদ বলেন, ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের পাশে পড়ে থাকা ব্যাগ থেকে বেশকিছু টাকা ও ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। পরিচয় উন্মোচনের চেষ্টা চলছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ