কাপড় পরিষ্কার করছিলেন মা, পুকুরে ডুবল শিশুকন্যা
আফজালুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পানিতে ডুবে আয়েশা খাতুন নামে ১৪ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আয়েশা কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের পূর্বপাড়ার সবুজ হোসেনের মেয়ে। পরিবারের সদস্যরা বলেন, সোমবার সকালে শিশুটির মা আয়েশা খাতুনকে উঠানে ছেড়ে দিয়ে কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় আয়েশা খাতুন হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের সদস্যরা। পরে পুকুরের মধ্যে তারা ভাসতে দেখে আয়েশাকে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ওহিদুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু আয়েশা খাতুনের মৃত্যু হয়েছে। শিশুটি কেবল হাঁটতে শিখেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া আরফিন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু আয়েশাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।