চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত জীবননগরের কৃষি কর্মকর্তা মোরশেদ, প্রশাসনিক কোনো পদক্ষেপ নেই
জীবননগর ব্যুরো : জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ব্লক সুপারভাইজার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ আলীর বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। চেক জালিয়াতি মামলায় আদালত থেকে চার বছরের সাজা হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওবায়দুল নামের একজন বাদী হয়ে…