সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির কন্যা মার্জিয়া বুশরা রোদেলা। মাঝেমাঝে মায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে লাইভে গান করতেন। সম্প্রতি নতুন চমক নিয়ে আসছেন রোদেলা। লাকী আখন্দের বিখ্যাত ‘আমায় ডেক না’ গানে কণ্ঠ দিয়েছেন।
নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ। ন্যান্সির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের বক্তব্য তুলে ন্যান্সি লিখেছেন, ‘আমার বিশ্বাস তুমি আমার চাইতেও ভালো গাইবে মা। ভালোবাসি তোমায়।’
মার্জিয়া বুশরা রোদেলার কথায়, ‘আমি সত্যি ভীষণ নার্ভাস ছিলাম। এতো গুণী একজন মানুষের গান গাওয়ার জন্য প্রচুর সাহসের প্রয়োজন। সেটা আম্মুর চেয়ে সানি মামাই বেশি দিয়েছে। আম্মু খালি ভুল ধরে। রাজীব ঘোষ আংকেল নতুন করে সংগীতায়োজন করেছেন। খুব বেশি মিউজিকের বাহুল্য ছিলোনা আম্মু চায়নি বলেই। সানি মামা কি করে পকেট ওজমো দিয়ে আস্ত ভিডিও বানিয়ে ফেললো। তার ওপর এডিটিং, কালার কারেকশন ও তারই করা! সানি মামা এবং আমি আমাদের দুজনের জন্যই নতুন অভিজ্ঞতা। ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কতটুকু ভালো গেয়েছি সেটা জানিনা তবে ভালোবেসে গেয়েছি এটা নিশ্চিত। ভবিষ্যতে আরও ভালো কিছু করবো বলে আশা করছি। ভালো থাকবেন সবাই।’