স্টাফ রিপোর্টার: ৪৪তম বিসিএসের পরিবর্তিত মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এ পরীক্ষা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৯০০জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে। এর আগে, গত ২৪ ডিসেম্বর পিএসসির প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, গত ৫ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিলো। ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.