‘শয়তানের সন্ধানে’ প্রথম দিনে গ্রেফতার এক হাজার ৩০৮ জন

স্টাফ রিপোর্টার: ‘শয়তানের’ সন্ধানে দেশজুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। কার্যক্রম শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। প্রথম দিনের অপারেশনে ১৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পুলিশের মেট্রোপলিটন এলাকায় ২৭৪ ও রেঞ্জের পুলিশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩৪ জনকে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর থেকে। গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানা থেকে ৪৬ জনসহ মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি।
গতকাল বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী গ্রেপ্তার হওয়াদের অনেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে দাগি ও পলাতক আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সারা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে দেশ জুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে ওই মহলটির সম্পৃক্ততা পাওয়া গেছে। সর্বশেষ গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়ে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় কমান্ড সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। সব বাহিনীর কর্মকর্তারা কমান্ড সেন্টারে কাজ করবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More