স্টাফ রিপোর্টার: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আগামী ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ ছাড়া গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে সাত জেলায় কঠোর বিধিনিষেধ ঘোষণা করায় স্কুল-কলেজের ছুটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যুহারও বর্তমানে ঊর্ধ্বমুখী। শিক্ষা মন্ত্রণালয়ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ঝুঁকি নিতে চাইছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে। এদিকে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবতে পারছি না। বিশ্বের যেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে, সেখানেই করোনার সংক্রমণ হার বেড়ে গেছে। শিক্ষার্থীদের কল্যাণের জন্য সব রকম পদ্ধতি নিয়ে কাজ করছি আমরা। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে পারব কি পারব না, পরীক্ষা নিতে না পারলে বিকল্প মূল্যায়ন কীভাবে করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের পর গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করলেও সরকার খুলতে পারেনি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ