স্টাফ রিপোর্টার: শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করার পাশাপাশি গ্রীষ্ম মরসুমে চাহিদা মেটাতে তেলভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক শেষে তিনি বলেন, লোডশেডিং হচ্ছে। সরকার লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে। এ সময় তিনি জানান, বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন কিছু লোডশেডিং দেয়ার জন্য। না হলে ভর্তুকি বেড়ে যাবে। ফাওজুল কবির খান আরও বলেন, সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গরমের কারণে সামনে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে তখন তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.